বিজেপির থেকে টাকা নিয়ে অশান্তি করতে বারণ করলেন অনুব্রত মণ্ডল

বিজেপির থেকে টাকা নিয়ে অশান্তি করতে বারণ করলেন অনুব্রত মণ্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৪ ডিসেম্বর, লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হয়ে যাওয়ার পর তা এখন রাষ্ট্রপতি স্বাক্ষরে আইনে পরিণত। কিন্তু এই বিল নিয়ে সরগরম উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। আসাম, ত্রিপুরার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভের আগুণ জ্বলছে। বৃহস্পতিবার থেকেই বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পথ অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আর এই বিক্ষোভকে প্রশমিত করতে শনিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। যে ভিডিওবার্তায় তিনি এই বিক্ষোভের জন্য বিজেপিকে দোষারোপ করেছেন।

সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন, “বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যাঁরা রেল অবরোধ করছেন, তাঁদের অনুরোধ এমন কাজ করবেন না।এমনটা করে সাময়িক শান্তি। বিজেপিকে সুবিধা করে দেবেন না। রাজ্যে কোন বিলই লাগু হবে না।” তিনি আরও জানান, “রাস্তা, রেল অবরোধ করলে সাধারণ মানুষের ক্ষতি হবে, ক্ষতি হবে সমগ্র রাজ্যের। আর অন্যদিকে শক্ত হবে বিজেপির হাত।”

তৃণমূল কংগ্রেস বীরভূম নামে ফেসবুকে অনুব্রত মন্ডলের সেই ভিডিও বার্তা পোস্ট করে লেখা হয়েছে, “NRC ও CAB বিল নিয়ে বীরভূম জেলা তথা সমগ্র রাজ্যবাসীকে জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বার্তা। কোন রাস্তা অবরোধ না করে, কোন সরকারী সম্পত্তি ভাঙচুর না করে এবং সাধারণ মানুষের কোন অসুবিধা না করে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুন। মমতা ব্যানার্জী আপনাদের সঙ্গে আছে NRC ও CAB বিল নিয়ে কেউ ভয় পাবেন না।”

প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শুধু বীরভূমে নয় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের আগুণ ছড়িয়ে পড়েছে। ক্যাবের প্রতিবাদে যখন রাজ্যজুড়ে রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, মিছিল, পথসভার মাধ্যমে বিক্ষোভ অব্যাহত। তখন এই বিক্ষোভের বিরোধিতায় সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমও। তিনি কড়া বার্তা দিয়ে বিক্ষোভকারীদের কাছে প্রশ্ন রেখেছেন, “যারা রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি সাহস হবে অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর?”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top