বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত

বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লী – দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে ভারতীয় জনতা পার্টিতে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার জায়গায় দায়িত্ব নিতে চলেছেন নীতিন নবীন। এই পদের জন্য এখনও পর্যন্ত মাত্র একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। নীতিন নবীনের হাত ধরেই বিজেপি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের দিকে আরও বেশি করে মনোযোগ দিতে চাইছে।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে নীতিন নবীন হবেন বিজেপির ১২তম সর্বভারতীয় সভাপতি এবং একই সঙ্গে দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি। তাঁর বয়স ৪৫ বছর। জানা গিয়েছে, তাঁর মেয়াদ হবে তিন বছরের। বিজেপির ৪৫ বছরের রাজনৈতিক যাত্রায় এত কম বয়সে সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে এর আগে কেউ আসেননি।
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল ৬ এপ্রিল, ১৯৮০ সালে। চলতি বছরে দল গঠনের ৪৫ বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়ে বিজেপির নেতৃত্ব দিয়েছেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর যোশীর মতো প্রথম সারির নেতারা। বিজেপির ইতিহাসে প্রথম সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে নীতিন নবীনের হাতে।
এর আগে বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন একাধিক প্রবীণ ও অভিজ্ঞ নেতা। অটল বিহারী বাজপেয়ী ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সভাপতি ছিলেন এবং দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৫৫ বছর। লালকৃষ্ণ আডবাণী তিন দফায় সভাপতি হন—প্রথমবার ১৯৮৬ সালে ৫৮ বছর বয়সে, দ্বিতীয়বার ১৯৯৩ সালে ৬৫ বছর বয়সে এবং তৃতীয়বার ২০০৪ সালে ৭৭ বছর বয়সে। মুরলি মনোহর যোশী ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সভাপতি ছিলেন, দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৫৭ বছর।
কুশভাউ ঠাকরে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত সভাপতি ছিলেন, তখন তাঁর বয়স ছিল ৭৫ বছর। বঙ্গারু লক্ষ্মণ ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত সভাপতি হন ৬১ বছর বয়সে। জানা কৃষ্ণমূর্তি একই সময়কালে সভাপতির দায়িত্ব নেন ৭২ বছর বয়সে। এম ভেঙ্কাইয়া নাইডু ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সভাপতি ছিলেন, দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৫৩ বছর।
রাজনাথ সিং দু’দফায় বিজেপির সভাপতি হন—প্রথমবার ২০০০ সালে ৫৪ বছর বয়সে এবং দ্বিতীয়বার ২০১৩ সালে ৬১ বছর বয়সে। নিতিন গডকানি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সভাপতি ছিলেন, দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৫২ বছর। অমিত শাহ ২০১৪ সালে ৪৯ বছর বয়সে সভাপতি হয়ে দলের ইতিহাসে তখন সর্বকনিষ্ঠ সভাপতি হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তাঁর পরে ২০২০ সালে ৫৯ বছর বয়সে সভাপতির দায়িত্ব নেন জে.পি. নাড্ডা।
এবার সেই তালিকায় নতুন অধ্যায় যোগ করতে চলেছেন নীতিন নবীন। ৪৫ বছর বয়সে বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক পদে বসে তিনি দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হওয়ার পথে। তাঁর নেতৃত্বে বিজেপি আগামী দিনে কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top