বিজেপির নেতা রাহুল সিনাহর গাড়িতে আক্রমণ। সিপিএমের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। নদিয়া জেলার চাকদহ ৩৪ নম্বর জাতীয় সড়কের চৌমাথা মোড়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহার গাড়ি উদ্দেশ্য করে হামলা চালালো সিপিএম, অভিযোগ বিজেপির।
ঘটনার সূত্রপাত জানা যায় যে বৃহস্পতিবার মধ্যরাতে সল্টলেকের করুণাময়ীর নিকট এপিসি ভবনের সামনে আন্দোলনরত ২০১৪ সালের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের জোরপূর্বক পুলিশ প্রশাসনের তুলে দেওয়ার প্রতিবাদে চাকদহ চৌরাস্তা মোড়ে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছিল সিপিএমের শাখা সংগঠন DYFI।
ওই সময় সেইখান দিয়ে রাহুল সিনহা চাকদহের একটি কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার গাড়ি বিক্ষোভস্থলে এসে পড়লে, গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী-সমর্থকরা। তখনই তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে।
আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
এরপরেই সিপিএম ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা হাতাহাতি পর্যন্ত পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর রাহুল সিনহা চাকদহের তার ঘোষিত অনুষ্ঠানের দিকে রওনা দেন। তবে জানা যায়, ওই অনুষ্ঠানের পরে রাহুল সিনহা চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন সিপিএমের বিরুদ্ধে বলে ঘনিষ্ঠমহল সূত্রে খবর।
চাকদহের অনুষ্ঠান শেষ করে তিনি চলে আসেন কল্যাণী সমন্বয় ক্লাবের শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা প্যান্ডেলে। সেখানে কিছুটা সময় তিনি ক্লাব সদস্যদের সঙ্গে কাটান। এই অনুষ্ঠানে যোগদান করে ক্লাবের সদস্যদের সঙ্গে বিজয়ার এবং দীপাবলীর প্রীতি শুভেচ্ছা বিনিময় করেন। এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা পরিকল্পিত হামলা চালানো হয়েছে সিপিএমের ঝান্ডা ধরে। বিজেপির নেতা