নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৯ শে জুন: কেশপুরে বিজেপির সভাতে আসার সময় মুগবাসনের কাছে বিজেপি’র বাসে হামলার অভিযোগ। ঘটনায় আহত প্রায় ২০ জন বিজেপি সমর্থক। যাদের প্রথমে কেশপুর গ্রামীন হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে তৃণমূলের দাবি সভাতে যাওয়ার সময় বাস থেকে তৃণমূলের সমর্থকদের উপর কটুক্তি করাতেই এই ঘটনা। ঘটনার পর থমথমে গোটা কেশপুর। অশান্তি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
কংগ্রেস থেকে সুনীতা ব্যানার্জ্জী প্রায় ১০০জন অনুগামী নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন। তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। এছাড়াও এই যোগদান মেলা কর্মসূচীতে উপস্হিত ছিলেন ভারতী ঘোষ,সায়ন্তন বসু সহ বিজেপির নেতা নেত্রীরা।