শিলিগুড়ি: শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা সহ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হল ডাবগ্রাম-ফুলবাড়ির যুব তৃণমূল। যুব তৃণমূলের অভিযোগ বিজেপি নেতারা নিজেদের হাইলাইট করার জন্য উস্কানিমূলক কথাবার্তা ও কুরুচিপূর্ণ কথা বাার্তা বলে চলেছে। তারই প্রতিবাদ জানিয়ে এদিন শিলিগুড়ির নিউজলপাইগুড়ি হাসপাতাল থেকে একটি মিছিল করে নিউ জলপাইগুড়ি থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে যুব তৃণমূল। এই মিছিলের নেতৃত্ব দেন ডাবগ্রাম_ ফুলবাড়ি যুব তৃণমূল সভাপতি গৌতম গোস্বামী। তিনি অভিযোগ করে বলেন জলপাইগুড়ি বিজেপি সভাপতি বাপী গোস্বামী সম্প্রতি অভিযোগ করেন জলপাইগুড়ি ২০০৬ টি বুথে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিরোধীদের কোনো পুলিং এজেন্ট রাখতে দেবে না তৃণমূল। বাপী গোস্বামীর বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। পাশাপাশি বিজেপি নেতা সায়ন্তন বসু সম্পর্কে গৌতম গোস্বামীর বক্তব্য, এই বিজেপি নেতা যেখানেই যান সেখামেই নিজের ছাপ রাখতে এ ধরনের বক্তব্য রাখেন। তার নামে থানায় এফআইআর করা মানে তাকে হাইলাইট করা তাই ব্যাক্তিগতভাবে কারুর বিরুদ্ধে তাদের অভিযোগ নয়। গোটা দলের বিরুদ্ধে তাদের অভিযোগ বলে জানান গৌতম গোস্বামী।
বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হল ডাবগ্রাম-ফুলবাড়ির যুব তৃণমূল
বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হল ডাবগ্রাম-ফুলবাড়ির যুব তৃণমূল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram