বিজেপির রাজ্য নেতাদের বিরুদ্ধে সার্কুলার জারি করেছে লালবাজারের আইবি ডিপার্টমেন্ট

বিজেপির রাজ্য নেতাদের বিরুদ্ধে সার্কুলার জারি করেছে লালবাজারের আইবি ডিপার্টমেন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩ রা জুলাই : বিজেপির রাজ্য নেতাদের বিরুদ্ধে সার্কুলার জারি করেছে লালবাজারের আইবি ডিপার্টমেন্ট। সেই তালিকায় নাম রয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জী, বাবুল সুপ্রিয়, রাহুল সিংহ সহ অন্যান্য নেতার।

 

এদিন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেয় কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর তৃণমূল। পাশাপাশি এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের আপ্তসহায়ক অনির্বান চ্যাটার্জী বিজেপিতে যোগ দেন। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন পুরসভায় মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়া নিয়ে মুকুল রায় সহ সমস্ত কাউন্সিলররা আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এছাড়া এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের পাল্টা সভা করবেন বলে জানান তিনি।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা যাবে না সংসদে জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, দল ও সরকারের অবস্থান আলাদা। সরকার মনে করেছে পরিবর্তন করা যাবে না। তাছাড়া পশ্চিমবঙ্গ নামের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই এই নাম পরিবর্তন আমরা সমর্থন করি না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top