নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২ রা আগস্ট :হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করে রাজনীতির ফায়দা তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস।তাই বিভিন্ন অজুহাতে বিজেপি কর্মীদের কে মিথ্যা মামলা ফাঁসিয়ে তাদেরকে থানার লকআপে ঢুকিয়ে রাখছে , এমনই অভিযোগ করলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামা প্রসাদ মন্ডল।
ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই নলহাটির সাহাবিরোরী গ্রামে জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাংচুরের অভি্যোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় এটা নিছকই গ্রাম্য বিবাদের ফল।গ্রামবাসীরা দাবি করেন তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপ চড়াও হয়।এমনকি দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। আজ ওই গ্রামে যান বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল।
আজ গ্রামে মিছিল করেন বিজেপি সমর্থকরা। তৃণমূলের প্ররোচনায় যাতে বিজেপি কর্মীরা পা না দেন তারজন্য গ্রামবাসীদের সংযত হওয়ার পরামর্শ দেন বিজেপির জেলা সভাপতি। তিনি আরো জানান তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ওই অঞ্চলের নেতা তারা কাঠ মানি সঙ্গে যুক্ত। বিজেপি কর্মীরা যখন তাদের বিরুদ্ধে সমস্ত নথি পত্র নিয়ে
Bdo কিংবা Sdo কাছে দ্বারস্থ হচ্ছে সেই রাগ বসতো বিজেপি কর্মীদের কে আক্রমণ করা হয়েছে। শুধু এখানে ও নয় গ্রামের পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সেখানে পুলিশ প্রিকেটো বসানোর জন্য বিজেপির জেলার ওই প্রতিনিধি দল পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন।এদিন বিজেপির ওই প্রতিনিধি দল গ্রামের মানুষের সঙ্গে কথা বললেন শুক্রবারl গ্রামবাসীদের কে শান্তির বাতাবরণ তৈরি রাখতে বললেন। শান্তির বাতাবরণ তৈরি রাখার জন্য বিজেপি মানুষের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান ওই প্রতিনিধি দল ।