নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর, ১৮ই জুন :বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পুলিশ , গ্রামবাসীদের মারে আহত তিন পুলিশ আধিকারিক
গতকাল রাতে দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার পাট শ্যাওড়া গ্রামে পুলিশের তল্লাশি চালাতে গেলে পুলিশ মারধর করলে পাল্টা পুলিশের উপর হামলা। ইঁট ও বাঁশের আঘাতে জখম সি আই সমেত তিন পুলিশ কর্মী। আজ সকাল থেকে ডিসিপি র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালায় । গত দু দিন আগে তৃণমূলের সিন্ডিকেট অফিসে বিজেপির কর্মীরা তালা ঝুলিয়ে দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায় এই এলাকায়।সেই সময় বোমাবাজিও চলে বলে অভিযোগ। সেই ঘটনায় জড়িত বিজেপি কর্মীদের কে গ্রেপ্তারের জন্য ওইদিন ফরিদপুর থানা ঘেরাও করে তৃণমূল । এই থানার অফিসার-ইন-চার্জ অনির্বান বসু বিজেপি র হয়ে কাজ করছে অভিযোগ তুলে ফরিদপুর থানায় বিক্ষোভ দেখায়।সেইসময় পাণ্ডবেশ্বরের টিএমসি বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি দাবী করেছিলেন”” পুলিশ ৪৮ ঘন্টা সময়সীমা নিয়েছেন।এই অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য।না নিলে আমরা দেখব””।তারপরেই সোমবার রাতে ফরিদপুর থানার পাঠশাওড়া গ্রামে রাতে অভিযান চালাতে আসে পুলিশ।এসে আক্রমনের মুখে পড়তে হয় পুলিশকে।ইঁট ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে।যার জেরে অমিতাভ সেন(সার্কেল ইন্সপেক্টর এ)
অনির্বান বাসু(ওসি ফরিদপুর)
বুদ্ধদেব গায়েন নামের এক কন্সটেবল আহত হন।তাদের রাতেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সি আই অমিতাভ সেনের অবস্থা আশঙ্কাজনক ।
আজ সকাল থেকেই ওই গ্রামে চিরুনি তল্লাশি চালানো হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পুর্ব) অভিষেক মোদীর নেতৃত্বে। বহু পুলিশ কর্মী,সিভিক ভলেন্টিয়ার ছাড়াও র্যাফ নামানো হয় এই গ্রামে। রাতেই অজয় বাউরী ও চিরঞ্জিত বাউরী নামে দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়।
যদিও বিজেপি সমর্থক গ্রামবাসীরা পুলিশকে মারার কথা অস্বীকার করেছে ।গোটা গ্রাম প্রায় পুরুষশুন্য , গ্রামে রয়েছে উত্তেজনা , রয়েছে পুলিশ পিকেট ।
বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের মারে আহত তিন পুলিশ আধিকারিক
বিজেপি কর্মীদের গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের মারে আহত তিন পুলিশ আধিকারিক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram