নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত মেটে গ্রামে তিন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ গতকাল রাত্রে তৃণমূলের প্রায় ৫০ থেকে ৬০ জন কর্মী তাদের গ্রামে আসে এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। পাশাপাশি লুটপাট করা হয় আরও দুই বিজেপি কর্মীর বাড়িতে।
এই সমস্ত ঘটনাকে মিথ্যা ও সাজানো বলে দাবী তৃণমূল কংগ্রেসের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদির। তিনি জানান বিজেপির কোন সংগঠন নেই ওই গ্রামে, সে কারণেই তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে এবং মানুষের কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কারণে নিজেরাই ভাঙচুর করেছে এবং অপপ্রচার করছে তৃণমূলের নামে।