নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৩ ই সেপ্টেম্বর :বেহালায় ভোর রাতে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা।বেহালা পূর্ব মন্ডলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এর অভিযোগ গত কাল রাত্রিবেলায় ৩.৩০ তার বাড়িতে তিন জন দুষ্কৃতী আসে মুখে কাপড় পরা অবস্থায়। বাড়িতে আগুন লাগাবার চেষ্টা চালায়। প্রসেনজিৎ রাত সাড়ে তিনটে নাগাদ শব্দ শুনতে পায়, শব্দ শুনে সে বাইরে বেরিয়ে দেখে তার গেটের সামনে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে এসে আগুন নেভায়।
প্রসেনজিতের অভিযোগ বাড়িতে সে এবং তার বৃদ্ধা মা থাকে বেশ কয়েকদিন ধরে স্থানীয় তৃণমূলিরা তার ওপর চড়াও হচ্ছে। গতকাল রাতের বেলায় তিনজন তৃণমূলের দুষ্কৃতী এসে এই ঘটনা ঘটায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি রাত্রিবেলায় মুখে কাপড় বাঁধা অবস্থায় তার বাড়ির মেইন গেটের সামনে আগুন লাগাচ্ছে। এমনকি অভিযোগ প্রসেনজিতের মোবাইল সারানোর একটি দোকান ছিল সেনহাটি বাজারের কাছে, সেই দোকানটি গাড়ি করে টেনে নিয়ে গিয়ে সেটিকে সোদপুর বাজার এর কাছে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে ।ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসেনজিতের বাড়ির লোকজন ও বিজেপি পার্টির সদস্যরা।