নিজস্ব সংবাদদাতা,বসিরহাট , ২১ শে এপ্রিল : হাসনাবাদে বিজেপির প্রচার নিয়ে উস্কানি মন্তব্য । বিজেপি তৃণমূল উভয়ের মধ্যে সংঘর্ষে জখম ৪।
বসিরহাটের হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের ঘটনা। শনিবার রাত আটটা নাগাদ বিজেপি নেতা ,কর্মীরা রাস্তা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিল। অভিযোগ সেখানেই কুরুচিকর মন্তব্য, উস্কানি দিচ্ছিল গ্রামবাসীদের। এই নিয়ে বচসা গন্ডগোল জের। বাধে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চারজন জখম হন ।দুজনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই বিজেপি প্রার্থী সায়ন্তন বসু চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে যান হাসপাতালে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, যে প্রচার করার নাম করে গ্রামবাসীদের নানা রকমের উস্কানি ছিল। তখন গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জানান । এর সঙ্গে তৃণমূল জড়িত নয় । অন্যদিকে বিজেপি নেতৃত্ব দাবি করেছেন গণতান্ত্রিক পদ্ধতি মেনে তারা মানুষের কাছে যাচ্ছিল নির্বাচনী প্রচারে । পঞ্চায়েত ভোটে যেভাবে ভোট হয়েছে, যাতে পুনরাবৃত্তি নয় সেটাই বোঝাচ্ছিলেন । তখন স্থানীয় তৃণমূল নেতারা পরিকল্পিতভাবে বিজেপির উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহত সকলেই বিজেপি কর্মী।