নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৮ ফেব্রুয়ারি, বিজেপি কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ।ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে বিজেপি কর্মী রাজ বিশ্বাসের বাড়িতে পরপর দুটি বোম ছোড়ে দুষ্কৃতীরা।ঘটনায় আতঙ্কে বিশ্বাস পরিবার।
জানা যায়, বোমার আঘাতে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি। এই ঘটনার অভিযুক্ত হিসেবেও তৃণমূলকে সন্দেহ করছে রাজ্ বিশ্বাস। রাজনৈতিক টানাপোড়েনের জেরে এই হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।