নিজেস্ব সংবাদদাতা, কলকাতা, ০৬.১১.২০১৯, বিজেপি করার অপরাধে সরকারের কল থেকে জল নিতে বাধা। না মানায় বেধড়ক মারধর করা হয় ছয় জন বাসিন্দাকে। তাদের মধ্যে কিছুজন শিশুও আহত হয়। বিধান নগর পৌরনিগম ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। এ কীরূপ রাজনীতি? প্রশ্ন উঠছে সাধারন মানুষের মনে। আহত বাসিন্দারা অভিযোগ তুলেছে তৃনমূলের দিকে। তৃনমুল কাউন্সিলরও স্বীকার করে নিয়েছে উক্ত ঘটনার কথা। পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি, দাবি কাউন্সিলর এর।
বিজেপি পার্টি করার অপরাধে জল না নিতে দেয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সরস্বতী, চুমকি ও সোমার বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার সকালে রাস্তার ধারে সরকারি কলে জল নিতে যান স্বপ্না দাস নামে এক বিজেপি মহিলা কর্মী। তখন তাকে জল নিতে বারণ করেন সরস্বতী ও তার দলবল। তিনি না মানায় সপ্নার উপর চড়াও হয় তারা । বচসা শুরু হলে সপ্নার আত্মীয়রা আসেন সেখানে। ঝামেলা বাড়তে থাকলে স্বপ্না সহ তার আত্মীয় পাঁচজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সপ্নার পরিবারের লোকজন বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ জানান, অভিযুক্তরা বিধান নগর পৌরনিগম ৩৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা নির্মল দত্তের অনুগামী।
নির্মল দত্তের দাবি , “থানার বড়ো বাবুকে বলি, পুলিশ আসে আবার ঘুরে চলে যায়। আমি স্বীকার করছি তৃনমুল মেরেছে। প্রশাসনকেও বার বার বলছি কিন্তু কোনো গা লাগাচ্ছে না”। ঘটনার জেরে বুধবার সকালে বিধান নগর দক্ষিণ থানায় বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করে। তাদের দাবী, অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করতে হবে।