বিজেপি ভোকাট্টা, বামেরা নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ!, বললেন মমতা। কলকাতা পুর নির্বাচনে তৃণমূলের জয়ের মৌতাত ছড়িয়ে পড়েছে মহানগরে। তৃণমূলের জয় উদযাপন শুরু হয়েছে কয়েকটি ওয়ার্ডে। তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাসের মধ্যেই কালীঘাটের বাড়ির বাইরে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গণনার কয়েক রাউন্ডের শেষে ১৩৩টি আসনে এগিয়ে তৃণমূল। মানুষের এই রায়ে মাথা নত করে কাজ করে যাবে তৃণমূল কংগ্রেস, জানালেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি।
তিনি বলেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয়। মানুষ শান্তিতে ভোট দিয়েছেন। সকলের জন্যে আরও বেশি করে কাজ করার সুযোগ পেলাম। আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে।’
এই সুযোগে বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। জয়ের আঁচ পেয়েই বিরোধী দলকে কটাক্ষের ছলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি ভোকাট্টা, বামেরা নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ!’
এদিকে, পুর নির্বাচনে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। জয়ী ঘোষণার পরেই ফিরহাদের বক্তব্য, ‘এত বড় জয় তৃণমূলের আগে কখনও হয়নি। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে। বিধানসভা নির্বাচনেও যত ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল, পুরভোটে জয় এসেছে তার চেয়ে বেশি আসনে। ফলে দায়বদ্ধতা আরও বেড়ে গিয়েছে। মানুষের আস্থার মর্যাদা রাখতে দিনরাত এক করে আরও খাটতে হবে। কলকাতার নিকাশি ব্যবস্থা, দূষণ মোকাবিলা, এবং সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান করতে তৎপর হবে তৃণমূল কংগ্রেস।
আর ও পড়ুন বড়দিনের আয়োজনে ঘরেই তৈরি করুন সুস্বাদু কেক
উল্লেখ্য, কলকাতা পুর নির্বাচনে তৃণমূলের জয়ের মৌতাত ছড়িয়ে পড়েছে মহানগরে। তৃণমূলের জয় উদযাপন শুরু হয়েছে কয়েকটি ওয়ার্ডে। তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাসের মধ্যেই কালীঘাটের বাড়ির বাইরে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গণনার কয়েক রাউন্ডের শেষে ১৩৩টি আসনে এগিয়ে তৃণমূল। মানুষের এই রায়ে মাথা নত করে কাজ করে যাবে তৃণমূল কংগ্রেস, জানালেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয়। মানুষ শান্তিতে ভোট দিয়েছেন। সকলের জন্যে আরও বেশি করে কাজ করার সুযোগ পেলাম। আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে।’