বিজেপি সকাল থেকেই চিমটি কাটতে বসে, বললেন মমতা

বিজেপি সকাল থেকেই চিমটি কাটতে বসে, বললেন মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চিমটি

বিজেপি সকাল থেকেই চিমটি কাটতে বসে, মমতা। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন,  ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। আগে ছিলনা। আগে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা কেউ কারও বিরুদ্ধে বলতেন না।

 

বিজেপি সকাল থেকেই চিমটি কাটতে বসে। আচ্ছে দিন বলতে বুড়ে দিন এনেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, তারকেশ্বর কালীমন্দির উন্নয়ন করেছি। কালীঘাট মন্দিরে স্কাইওয়াক হচ্ছে। সর্বধর্ম সমন্বয় মূল স্রোত বাংলা। কখনও কোভিড আসবে, কখনও ফণী, কখনও যশ আশবে। উৎসবমুখর বাংলাকে থামিয়ে রাখা যাবে না। মিলিত হওয়া আর সবাইকে মিলিত করা বাংলার ধর্ম।

 

এদিন তিনি পোস্তায় গিয়েছিলেন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে। প্রশাসনের প্রশংসা করেন তিনি। সবাইকে ধন্যবাদ দেন তিনি। ১৩ তারিখ জগদ্ধাত্রী পুজো। গঙ্গাঘাটে যাওয়ার কর্মসূচি রয়েছে। জানান তিনি। ১০ এবং ১১ তারিখ দু’দিন ছুটি। তিনি বলেন, ভাল করে ছট পুজো করবেন। লিট্টি, ঠেকুয়া বানান ভাল করে। শিল্পোদ্যোগীদের ধন্যবাদ জানান তিনি।

 

আর ও  পড়ুন    সুশান্তের মৃত্যু মামলায় নয়া মোড়! গুগল এবং ফেসবুকের সাহায্য চাইল সিবিআই

 

বলেন, কোভিডে অনেক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আমার বাড়িতেও হয়েছে। আমার ঘর মানে আপনার বাড়িতে। আপনারা ছট পুজো করুন। তবে ঘাটে গেলে একটা মাস্ক অবশ্যই পরবেন। আসতে আসতে যানা হ্যায়, জলদিবাজি মানা হ্যায়। পুজো তো জলেই হবে। সব পুলিশ স্টেশনকে অনুরোধ করব, মাইক্রোফোনের ব্যবস্থা রাখুন। ঘোষণা করুন যাতে কোনও ঘটনা না ঘটে।

 

শিল্প উৎসব, সিনেমা উৎসব, সঙ্গীত উৎসব হবে। শীত আসছে। এই সময় অনেক স্বনির্ভর গোষ্ঠী, পর্যটন অনেক মেলা আয়োজন করে। আপনারা ভাল করে করুন। ভাল থাকুন। আমি প্রতি বছর আসি, আসবও। আপনারা ভাল থাকুন। আমাদের এখানে মাহেশের রথ রয়েছে, ইসকনের রথ রয়েছে। দিঘায় জগন্নাথের মন্দির তৈরি করার পরিকল্পনা রয়েছে। ধর্ম যার যার, উৎবস সবার। সবাইকে নিয়ে চলার নামই ধর্ম।

 

কোনও ডিভাইড অ্যান্ড রুল নয়। এদিন তিনি সবজি বিক্রেতাদের অনুরোধ করেন, বেশি দাম নেবেন না। জানি জ্বালানি দাম আগুন ছোঁয়া। নোটবন্দি -র পর, করোনার পর পর মানুষের অবস্থা খারাপ হয়েছে। নোটবন্দি-র পর ঘরবন্দি। ৪ লক্ষ কোটি টাকা কেন্দ্র আয় করেছে। আমাদের টাকা দেয় না, পয়সা দেয় না। শুধু ফু ফা করে বেরায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top