গুজরাটের মুখ্যমন্ত্রী কে হলেন ? কাকে বেছে নিলো বিজেপি ?

গুজরাটের মুখ্যমন্ত্রী কে হলেন ? কাকে বেছে নিলো বিজেপি ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিজেপি

গুজরাটের মুখ্যমন্ত্রী কে হলেন ? কাকে বেছে নিলো বিজেপি ?  গুজরাটে   বিজয় রূপানির  উত্তরসূরি কে হবে তা নিয়ে ক্রমেই বাড়ছিল জল্পনা। উঠে আসছিলো বেশ কিছু নামও। অবশেষে ঠিক হয়ে গেল গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। রবিবার বিজেপি  গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে  বেছে নিয়েছে।

 

এদিন সকাল থেকেই দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে গেরুয়া শিবির।  বিজেপি কোর কমিটির সভা থেকেই এই বিষয়ে  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সভাতেই উপস্থি ছিলেন বিজেপির প্রায় সমস্ত বিধায়কই।

 

এই সভায় উপস্থিত ছিলেন গুজরাতের রাজ্য সভাপতি সি আর পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল, কেন্দ্রীয় সুপারভাইজার নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ যোশী এবং তরুন চুগের মতো নেতারাও।তারপরেই সর্বোসমম্তি ক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম হিসাবে উঠে আসে পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেল।

 

আর ও পড়ুন  আদিবাসী সম্প্রদায়ের করম পুজো উপলক্ষে কী শুরু হলো ?

 

এদিকে ভূপেন্দ্র প্যাটেল বর্তমানে ঘাটলোদিয়া আসনের বিধায়ক। জানা গিয়েছে,  গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিই প্রথম ভূপেন্দ্র প্যাটেলের নাম প্রস্তাব করেছিলেন। শুরুতেই তাঁর প্রস্তাবকে সমর্থন করতে দেখা যায় উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলকে।

 

এদিকে রূপানি তরজায় গত কয়েকদিন ধরেই ব্যাপক শোরগোল চলছিল গুজরাতের রাজ্য-রাজনীতিতে। এদিকে রূপানি জৈন সম্প্রদায়ের নেতা। সাংগঠনিক নেতা হলেও রূপানি সেভাবে কোনওদিনই জননেতা হয়ে উঠতে পারেনি তিনি। তাই শীঘ্রই যে রূপানির জায়গায় প্রভাবশালী কোনও জনগোষ্ঠীর নেতাকে মুখ্যমন্ত্রী করতে পারে তা এক প্রকার ঠিকই করে ফেলেছিলো বিজেপি।

 

উল্লেখ্য, এদিন সকাল থেকেই দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে গেরুয়া শিবির।  বিজেপি কোর কমিটির সভা থেকেই এই বিষয়ে  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সভাতেই উপস্থি ছিলেন বিজেপির প্রায় সমস্ত বিধায়কই।

 

এই সভায় উপস্থিত ছিলেন গুজরাতের রাজ্য সভাপতি সি আর পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল, কেন্দ্রীয় সুপারভাইজার নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ যোশী এবং তরুন চুগের মতো নেতারাও।তারপরেই সর্বোসমম্তি ক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম হিসাবে উঠে আসে পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেল।   এদিকে ভূপেন্দ্র প্যাটেল বর্তমানে ঘাটলোদিয়া আসনের বিধায়ক। জানা গিয়েছে,  গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিই প্রথম ভূপেন্দ্র প্যাটেলের নাম প্রস্তাব করেছিলেন। শুরুতেই তাঁর প্রস্তাবকে সমর্থন করতে দেখা যায় উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলকে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top