১৯ ডিসেম্বর হবে কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি জারি করলো কমিশন

১৯ ডিসেম্বর হবে কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি জারি করলো কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিজ্ঞপ্তি

১৯ ডিসেম্বর হবে কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি জারি করলো কমিশন । অবশেষে   জারি করা হল কলকাতা পুরভোটের  বিজ্ঞপ্তি। ১৯ ডিসেম্বরই কলকাতায় পুরভোট । ২১ ডিসেম্বর হবে গণনা। বৃহস্পতিবার থেকেই জারি হয়ে গেলো   নির্বাচনী আদর্শ আচরণবিধি। তবে হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কারণ, হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে আলাদা করা জন্য আনা বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল।

 

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই মনোনয়ন পেশ করা যাবে। পয়লা ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ২ ডিসেম্বর হবে স্ক্রুটিনি। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৯ ডিসেম্বর পুরভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ২১ ডিসেম্বর ভোট গণনা। ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হলে নির্বাচনী প্রক্রিয়া।

 

আর ও পড়ুন    সুন্দরবনের বাঘ গণনার জন্য শুরু হল প্রশিক্ষণ

 

এই বিষয়ে কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। নির্বাচন যেন প্রহসনে না পরিণত হয়। মানুষ যেন ভোট দিতে পারে। বিমা ভয়ে, বিনা ভীতিতে, বিনা সন্ত্রাসে। সরকারের কাছে এটাই আবেদন।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এটার যুক্তিটা কী? পাগলা দাশুর রাজত্ব চলছে। বাকিগুলোতে ভোট ঘোষণা করল না কেন? এই প্রশ্ন থাকবেই। নির্বাচন হবে আমরা লড়ব। লড়াইয়ের মতো পরিস্থিতি যেন থাকে।”

 

উল্লেখ্য, বিবিধ কারণে কোথাও যথাসময়ে ভোট হয়নি। সর্বশেষ পর পর দু’টি বড় বিষয় হয়ে দাঁড়াল করোনা এবং বিধানসভা নির্বাচন। সরকার জানিয়ে রেখেছিল, বড় ভোট মিটলে ছোট ভোট করাতে বিলম্ব হবে না। পুর নির্বাচনকে কেন্দ্র করে কিছু জটিলতা তৈরি হয়। বিরোধীদের দাবি, শুধুমাত্র কলকাতা ও হাওড়া পুরনিগমে নয়, একসঙ্গে ভোট করতে হবে রাজ্যের সবকটি পুরসভায়। সেই দাবিতেই মামলা হয় হাইকোর্টে।

 

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর হবে কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি জারি করলো কমিশন । অবশেষে   জারি করা হল কলকাতা পুরভোটের  বিজ্ঞপ্তি। ১৯ ডিসেম্বরই কলকাতায় পুরভোট । ২১ ডিসেম্বর হবে গণনা। বৃহস্পতিবার থেকেই জারি হয়ে গেলো   নির্বাচনী আদর্শ আচরণবিধি।

 

তবে হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কারণ, হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে আলাদা করা জন্য আনা বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই মনোনয়ন পেশ করা যাবে। পয়লা ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ২ ডিসেম্বর হবে স্ক্রুটিনি। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৯ ডিসেম্বর পুরভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ২১ ডিসেম্বর ভোট গণনা। ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হলে নির্বাচনী প্রক্রিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top