জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান। ইসলামপুর কে জেলার দাবিতে আবার সরব হল ইসলামপুর জেলা আন্দোলনকারী টাসো। শুক্রবার জেলার দাবিতে সংগঠনের পক্ষ থেকে চোপড়া বিডিও অফিসের সামনে ধরনা অবস্থান পালন করা হয়। ধরনা শেষে ইসলামপুর কে জেলার দাবিতে একটি স্মারকলিপি চোপড়ার বিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী কে পাঠানো হয় বলে জানান, ইসলামপুর জেলা আন্দোলনকারী পাসারুল আলম।
এদিনের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন ইউসুব আলি রুহিদাস উড়াও পুষ্পা মুর্মু প্রমুখ জেলা আন্দোলনকারী সদস্যরা। ইসলামপুরকে জেলার দাবির পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়ে বক্তব্য রাখেন পাসারুল আলম। তিনি জানান, উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকের মধ্যে সবচেয়ে দূরের ব্লক চোপড়া। বিশেষ করে ইসলামপুর মহকুমার বিভিন্ন গ্রাম এলাকা থেকে জেলার কোনো কাজ করতে গেলে একদিনে ফেরা যায় না এবং কাজও হয় না।
যেমন কোন ব্যক্তির যদি জমির দলিল বের করতে হয় তাহলে তাকে বেশ কয়েকবার যেতে হয় জেলা দপ্তরে। তাই ইসলামপুর জেলা হলে চোপড়া ইসলামপুর এর সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। এছাড়াও ইসলামপুরকে জেলার দাবিতে দীর্ঘদিন ধরে দলমত নির্বিশেষে আন্দোলন চলছে।
আরও পড়ুন – চা ও ঘুঘনি মুড়ি বিতরণ করে কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ সামশেরগঞ্জে
এব্যাপারে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক একটি সভায় ইসলামপুরের মাননীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ইসলামপুর কে জেলার দাবি জানালে মুখ্যমন্ত্রী তা প্রত্যাখ্যান করেন। যা খুবই দুঃখজনক। কিন্তু ইতিমধ্যেই রাজ্যে সাতটি নতুন জেলার ঘোষণা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাই ইসলামপুরকে জেলার দাবিতে আমরা চোপড়ার বিডিও র মাধ্যমে স্মারকলিপি পেশ করলাম।
উল্লেখ্য, জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান। ইসলামপুর কে জেলার দাবিতে আবার সরব হল ইসলামপুর জেলা আন্দোলনকারী টাসো। শুক্রবার জেলার দাবিতে সংগঠনের পক্ষ থেকে চোপড়া বিডিও অফিসের সামনে ধরনা অবস্থান পালন করা হয়। ধরনা শেষে ইসলামপুর কে জেলার দাবিতে একটি স্মারকলিপি চোপড়ার বিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী কে পাঠানো হয় বলে জানান, ইসলামপুর জেলা আন্দোলনকারী পাসারুল আলম।