বিডিওর মাধ্যমে রাষ্ট্রপতি কে স্মারক লিপি দিল আদিবাসী সিঙ্গেল অভিযান এর চোপড়া ব্লক কমিটি। ৮ দফা দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে চোপড়া বিডিও অফিসের সামনে ধর্না প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়। মঙ্গলবার দুপুরে চোপড়া বিডিও অফিসের সামনে জমায়েত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সেখানে তারা ৮ দফা দাবিতে ধর্না প্রদর্শন শুরু করে।
সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে, আদিবাসীদের স্ব-শাসন ব্যবস্থা সংশোধন করে অবিলম্বে জনতন্ত্র আর সংবিধান কানুন লাগু করা সহ আদিবাসী ভাষা স্বীকৃতি দিতে হবে, সারনা ধরম কোড মান্যতা প্রদান সহ মোট ৮ দফা দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দীর্ঘক্ষণ ধর্না প্রদর্শন চলার পরে চোপড়ার বিডিও মারফত রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, ৮ দফা দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে চোপড়া বিডিও অফিসের সামনে ধর্না প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়। মঙ্গলবার দুপুরে চোপড়া বিডিও অফিসের সামনে জমায়েত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
সেখানে তারা ৮ দফা দাবিতে ধর্না প্রদর্শন শুরু করে। সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে, আদিবাসীদের স্ব-শাসন ব্যবস্থা সংশোধন করে অবিলম্বে জনতন্ত্র আর সংবিধান কানুন লাগু করা সহ আদিবাসী ভাষা স্বীকৃতি দিতে হবে, সারনা ধরম কোড মান্যতা প্রদান সহ মোট ৮ দফা দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দীর্ঘক্ষণ ধর্না প্রদর্শন চলার পরে চোপড়ার বিডিও মারফত রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিডিওর মাধ্যমে