বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তৃণমূলের

বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বিতর্কিত মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট বলেন, ঘৃণা ও বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই বরদাস্ত করবে না। বাংলা সব ধর্ম ও সম্প্রদায়ের মিলিত সহাবস্থানের জায়গা, আর সেই মূল্যবোধই দল মেনে চলে।

ফিরহাদ হাকিম অভিযোগ করেন, বিজেপি সমাজকে ভাগ করার রাজনীতি করছে। ইডি-সিবিআই দিয়ে চাপ সৃষ্টি করেও কিছু করতে না পেরে আবারও ভোটের আগে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা শুরু করেছে তারা। তাঁর দাবি, হুমায়ুন কবীরকে কেন্দ্র করেই এবার নতুন খেলায় নেমেছে বিজেপি। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাঁকে আগেই সতর্ক করেছিল, তবুও তিনি নতুন করে বিতর্কিত মন্তব্য করায় দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ফলে তৃণমূলের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন হল।

বৃহস্পতিবারই বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল, যেখানে আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু সভার সকালেই দল থেকে তাঁর সাসপেনশন ঘোষণা হয়ে যায়। বাবরি মসজিদ প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি, যা তৃণমূলের মতাদর্শের পরিপন্থী বলে দলের বক্তব্য।

সাসপেনশনের খবর জানার পর হুমায়ুন কবীর জানান, তিনি আগামী ২২ ডিসেম্বর নতুন দল গঠনের ঘোষণা করবেন। এখন দেখার বিষয়, দল থেকে সাসপেন্ড হওয়ার পরও মুখ্যমন্ত্রীর সভায় তিনি হাজির হন কি না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top