রাজ্য – যাব, যাব করেও যাচ্ছে না বর্ষা। এখনও রোজই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। তবে যাওয়ার আগে ফের এক দফা ভিজিয়ে যাবে রাজ্য। তাই এখনই ঝলমলে আকাশ দেখে ধোঁকা খাওয়ার কারণ নেই—যে কোনও মুহূর্তেই নামতে পারে বৃষ্টি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পশ্চিমের জেলা থেকে বর্ষা বিদায় শুরু হবে। টানা ১৬ দিন স্থির থাকার পর বর্ষা বিদায় রেখা সক্রিয় হয়েছে ১৭ দিনে। বর্তমানে এর অবস্থান রক্সৌল, বারাণসী, জব্বলপুর, আকোলা ও আলিবাগের উপরে। ইতিমধ্যেই গুজরাট থেকে বর্ষা বিদায় নিয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন অংশ থেকেও সরে গিয়েছে বর্ষা। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এই রাজ্যগুলির বাকি অংশ, সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং তেলঙ্গানায়ও বর্ষা বিদায় শুরু হবে।
কলকাতার আবহাওয়া:
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুরেও শহরে এক ঘণ্টার প্রবল বৃষ্টিতে ভবানীপুর, ক্যামাক স্ট্রিট-সহ বহু রাস্তায় জল জমে গিয়েছিল। আজও কলকাতায় আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর কলকাতায় ফের হলুদ সতর্কতা জারি করেছে। দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ১০০ শতাংশ ও সর্বনিম্ন ৭৩ শতাংশ থাকবে—যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নদিয়া ও উত্তর ২৪ পরগণায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। হুগলি, ঝাড়গ্রাম ও নদিয়াতেও হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গের আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বরং রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আবহাওয়া থাকবে। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। রবিবার থেকে মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
