বিদেশ যেতে গেলে পাসপোর্টের সঙ্গে আজই করে ফেলুন এই লিঙ্ক । বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিশ্ব। এই পরিস্থিতিতে বিদেশে যাতায়াত কিছুটা হলেও শুরু হয়ে গিয়েছে। ফলে আপনিও কি বিদেশ যাওয়ার কথা ভাবছেন? তাহলে আপনাকে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট পাসপোর্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে। কীভাবে এই কাজ করবেন?জেনে নিন প্রক্রিয়া।
আপনি আপনার করোনা সার্টিফিকেট দ্রুত পাসপোর্টের সঙ্গে লিঙ্ক করয়ে ফেলুন। আর এই কাজ করে ফেললে আর বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। যদি ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার কাছে সার্টিফিকেট চলে আসবে। আর তা চলে আসলে কয়েকটি ধাপে খুব সহজেই করোনা সার্টিফিকেট পাসপোর্টের মাধ্যমে লিঙ্ক করিয়ে ফেলতে পারবেন।
আর ও পড়ুন লতা মঙ্গেশকরকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছিলো?
আর এই কাজের জন্যে সবথেকে প্রথমে কোউইনের অফিসিয়াল ওয়েবসাইট www.cowin.in লগ ইন করতে হবে।এই ওয়েবসাইটে লগইন করার পর হোম পেজের উপরে থাকা সাপোর্ট অপশনের উপর ক্লিক করতে হবে।সাপোর্ট অপশনে ক্লিক করলেই সেখানে তিনটি অপশন খুলে যাবে। সেখানে ‘certificate corrections’ ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে ভ্যাকসিনের স্ট্যাটাস দেখাবে।এরপরে সেখানে থাকা ‘Raise an issue’ অপশোনে ক্লিক করতে হবে।Raise an Issue এর উপর ক্লিক করার পর Add Passport details অপশনের উপর ক্লিক করতে হবে।
এরপর যে সমস্ত ব্যক্তি পাসপোর্টের মাধ্যমে ভ্যাকসিনের তথ্য অ্যাড করতে চাইলে নাম এবং পাসপোর্ট নম্বর দিতে হবে।সমস্ত তথ্য দেওয়ার পর রেজিস্টার করতে হবে আর তা করলেই একটি এসএমএস আসবে ফোনে। আর এভাবেই আপনার পাসপোর্টের সঙ্গে ভ্যাকসিনের সার্টিফিকেট লিঙ্ক হয়ে যাবে।
কোভিড সার্টিফিকেট অন্তরাষ্ট্রীয় ফর্মেটকে মাথায় রেখে বানানো হয়েছে। WHO এর তরফে যে ফর্মেট তৈরি করে দেওয়া হয়েছে সেই মতো সার্টিফিকেট তৈরি করা হয়েছে। YY-MM-DD এভাবে ফর্মেটে ফর্ম পাওয়া যাচ্ছে।