ভারতে বসবাসকারী ভিন দেশের মানুষদের জন্য এবারে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। এবার থেকে পাসপোর্ট থাকলেই টিকা নিতে পারবেন বিদেশিরা। কয়েকদিন আগেই কলকাতায় ভ্যাকসিন পেতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল এক পাকিস্তানি মহিলাকে। কোউইন অ্যাপে স্লট বুক করেও টিকা নিতে পারেননি তিনি। শহরের বেসরকারি হাসপাতালে গিয়েও কোনও লাভ হয়নি। এরপরই রাজ্যের স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপে টিকা পান ওই মহিলা।
এবারে এই সমস্যার স্থায়ী সমাধান বের করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় ভারতে বসবাসকারী যেকোনও বিদেশি এবার থেকে কোউইন অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। তবে নথি হিসেবে সেই বিদেশির কাছে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
কেন্দ্রের মতে কোভিড মোকাবিলায় এ এক সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানান, ভারতের শহরাঞ্চলে বহু বিদেশি থাকেন। ফলত এখানে কোভিড ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি। তাই সেখানে যাতে কোনও ভাবে করোনা ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।