বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,গোবরডাঙ্গা,২৮ শে মে :বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ।গোবরডাঙ্গা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত ।ধৃতের নাম শিবুপদ অধিকারী বছর চল্লিশের শিবপদর বাড়ি মছলন্দুপুর এক নম্বর রেল কলোনি এলাকায় ।পুলিশ জানিয়েছে চলতি মাসের কুড়ি(20-05-2019) তারিখ আশরাফ হোসেন মন্ডল নামে গোপালনগরের বাসিন্দা শিবপদর নামে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের করে । আশরাফের কাছ থেকে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নিয়েছে অথচ তাকে কোন চাকরি দেওয়া হয়নি । এমনটা অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গোবরডাঙ্গা থানার পুলিশ ।সোমবার রাতে মছলন্দুপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ।মঙ্গলবার দুপুরে প্রতারণার অভিযোগ এনে তাকে তোলা হয় বারাসত আদালতে ।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে আরো বেশ কয়েকজনের কাছ থেকে বিদেশে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে শিবপদের বিরুদ্ধে ।গোবরডাঙ্গা থানার পুলিশ নিজেদের সাত দিনের হেফাজত চেয়ে বারাসত আদালতের কাছে আবেদন করছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top