কানাডা : বিদেশের মাটিতে শো করতে গিয়ে হামলার মুখে পড়লেন জনপ্রিয় পাঞ্জাবি পপস্টার গুরু রনধাওয়া। রবিবার ভ্যানকুভারে শো শেষ হতেই এক ব্যক্তি আক্রমণ করে তাঁকে বলে অভিযোগ। তবে হামলার হাত থেকে কোনওক্রমে রক্ষা পান তিনি। আপাতত ভাল আছেন গায়ক।রবিবার রাতে কুইন এলিজাবেথ থিয়েটারে একটি শো ছিল গুরু রনধাওয়ার।ভক্তদের সেই ভিড়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গায়কের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। শো শেষ হলে গুরুকে সরাসরি আক্রমণ করেন তিনি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি টাওয়েল দিয়ে মুখের অর্ধেক অংশ ঢেকে রয়েছেন তিনি।
বিদেশে শো করতে গিয়ে হামলার মুখে গুরু রনধাওয়া
বিদেশে শো করতে গিয়ে হামলার মুখে গুরু রনধাওয়া
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram