নারী দিবস উপলক্ষে বিদ্যাসাগরের জন্মস্থানে রক্তদান । আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালের বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে ঘাটাল মহকুমাশাসকের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে এই রক্তদান শিবির শুধুমাত্র মহিলাদের জন্য।
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীদের অগ্রগতির জন্য তার জীবনের অনেকটা অংশ সংগ্রাম করে কাটিয়েছেন। নারী শিক্ষা, নারীদের জন্য একাধিক বিদ্যালয় স্থাপন, বিধবা বিবাহ আইন প্রচলনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সমাজের বিভিন্ন স্তরের মহিলারা সারা জীবন স্মরণ করে যাবে।
আজকের এই বিশেষ দিনে বিদ্যাসাগর স্মৃতিমন্দিরকে এই মহতী রক্তদান শিবিরের উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছেন প্রশাসনিক কর্তারা এমনটাই জানিয়েছেন তাঁরা। রক্তদাতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস, বিডিও ধ্রুবজ্যোতি প্রামাণিক, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ, বীরসিংহ পাঁচ নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কারক খাঁ, বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সম্পাদক শক্তিপদ বেরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান মোট 50 জন রক্তদাতার রক্তদানের আয়োজন করা হয়েছে এই শিবিরে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রক্ত দান করছেন। এছাড়াও এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে রক্তদান করতে দেখা গেল।