নিজস্ব সংবাদদাতা, সল্টলেক:- বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের বিল যাতে মুকুব করা হয় রাজ্য সরকারের কাছে সেই আর্জি জানিয়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। আজ সকাল থেকেই চলছে বিক্ষোভ।
বিক্ষোভকারীদের দাবি, করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে সবাই আর্থিক সংকটের মধ্যে আছে। বর্তমান এই পরিস্থিতিতে বিদ্যুতের বিল যাতে মুকুব করা হয় রাজ্য সরকারের কাছে সেই আর্জি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি। তাদের এই দাবি না মানা হলে পরবর্তীকালে তারা আরও বৃহত্তর আন্দোলন করবে বলে জানিয়েছেন। বিধান নগরের বিভিন্ন জায়গায় চলছে এই বিক্ষোভ।