সুন্দরবনে বিদ্যুতের ভুয়ো বিল অতিরিক্ত মাসুল প্রতিবাদে বাসন্তী হাই‌ওয়েতে রাস্তা উপর শুয়ে বসে অবরোধ উপভোক্তাদের

সুন্দরবনে বিদ্যুতের ভুয়ো বিল অতিরিক্ত মাসুল প্রতিবাদে বাসন্তী হাই‌ওয়েতে রাস্তা উপর শুয়ে বসে অবরোধ উপভোক্তাদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুন্দরবনে বিদ্যুতের ভুয়ো বিল অতিরিক্ত মাসুল প্রতিবাদে বাসন্তী হাই‌ওয়েতে রাস্তা উপর শুয়ে বসে অবরোধ উপভোক্তাদের।। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি এক এবং দুই নম্বর ব্লকের সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি অঞ্চলে বেশ কয়েক মাস ধরে বিদ্যুৎ দপ্তর থেকে ভূয়ো বিল পাশাপাশি অতিরিক্ত মাসুল চাপিয়ে দেয়া হচ্ছে গ্রামবাসীদের যাদের মাসে আস্ত দুই হাজার থেকে তিন হাজার টাকা।

 

তাদের আসছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আর এই বিল পাঠানোর পরে বিদ্যুৎ দপ্তর নির্ধারিত তারিখের মধ্যে না দিলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে। পাশাপাশি করা পদক্ষেপ নিচ্ছে ।এরই প্রতিবাদে আজ নটা কলকাতা ও বাসন্তী হাইওয়ে সরবেরিয়ার কয়েক হাজার উপভোক্তা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে অবরোধ শুরু করেছেন ।ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ এরফলে একদিকে বাসন্তী আয়ুতে যান চলাচলের স্তব্ধ হয়ে পড়েছে অন্যদিকে সন্দেশ খালি ধামাখালি যাতায়াতের রাস্তা অবরুদ্ধ হয়ে পরেছে।

আরও পড়ুন – ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের

উল্লেখ্য, সুন্দরবনে বিদ্যুতের ভুয়ো বিল অতিরিক্ত মাসুল প্রতিবাদে বাসন্তী হাই‌ওয়েতে রাস্তা উপর শুয়ে বসে অবরোধ উপভোক্তাদের।। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি এক এবং দুই নম্বর ব্লকের সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি অঞ্চলে বেশ কয়েক মাস ধরে বিদ্যুৎ দপ্তর থেকে ভূয়ো বিল পাশাপাশি অতিরিক্ত মাসুল চাপিয়ে দেয়া হচ্ছে গ্রামবাসীদের যাদের মাসে আস্ত দুই হাজার থেকে তিন হাজার টাকা।

 

তাদের আসছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আর এই বিল পাঠানোর পরে বিদ্যুৎ দপ্তর নির্ধারিত তারিখের মধ্যে না দিলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে। পাশাপাশি করা পদক্ষেপ নিচ্ছে ।এরই প্রতিবাদে আজ নটা কলকাতা ও বাসন্তী হাইওয়ে সরবেরিয়ার কয়েক হাজার উপভোক্তা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে অবরোধ শুরু করেছেন ।ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ এরফলে একদিকে বাসন্তী আয়ুতে যান চলাচলের স্তব্ধ হয়ে পড়েছে অন্যদিকে সন্দেশ খালি ধামাখালি যাতায়াতের রাস্তা অবরুদ্ধ হয়ে পরেছে। বিদ্যুতের ভুয়ো বিল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top