বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁকুড়ায় মৃত দুই, তদন্তে পুলিশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁকুড়ায় মৃত দুই, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁকুড়ায় মৃত দুই, তদন্তে পুলিশ, বৃষ্টিতে ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁকুড়ায় মৃত্যু হল এক মহিলা সহ দু’জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর এলাকায়। মৃত দু’জনের নাম পার্বতী ঘোষ (৪৭) ও অনঙ্গ ঘোষ (৬২)। স্থানীয় সূত্রে জানা গেছে ভূতশহর এলাকার বাসিন্দা পার্বতী ঘোষ এদিন সাত সকালে গৃহস্থালির কাজে বাড়ি লাগোয়া একটি কাঁচা রাস্তা ধরে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যার বৃষ্টিতে ওই রাস্তার উপর ছিঁড়ে পড়েছিল বিদ্যুৎ বাহী তার। তাতেই কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান পার্বতী ঘোষ।

 

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পার্বতী। গোঙানির শব্দ পেয়ে পার্বতীকে দেখতে গিয়ে একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন প্রতিবেশী অনঙ্গ ঘোষও। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার মেরামতির কাজ শুরু করে বিদ্যুৎ দফতরও। শনিবারের এই জোড়া মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলাতিকেই কাঠগোড়ায় তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়

উল্লেখ্য, বৃষ্টিতে ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁকুড়ায় মৃত্যু হল এক মহিলা সহ দু’জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর এলাকায়। মৃত দু’জনের নাম পার্বতী ঘোষ (৪৭) ও অনঙ্গ ঘোষ (৬২)। স্থানীয় সূত্রে জানা গেছে ভূতশহর এলাকার বাসিন্দা পার্বতী ঘোষ এদিন সাত সকালে গৃহস্থালির কাজে বাড়ি লাগোয়া একটি কাঁচা রাস্তা ধরে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যার বৃষ্টিতে ওই রাস্তার উপর ছিঁড়ে পড়েছিল বিদ্যুৎ বাহী তার।

 

তাতেই কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান পার্বতী ঘোষ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পার্বতী। গোঙানির শব্দ পেয়ে পার্বতীকে দেখতে গিয়ে একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন প্রতিবেশী অনঙ্গ ঘোষও। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার মেরামতির কাজ শুরু করে বিদ্যুৎ দফতরও। শনিবারের এই জোড়া মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলাতিকেই কাঠগোড়ায় তুলেছেন স্থানীয়রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top