কোচবিহার- শীতলকুচির পূর্ব বারোমাসিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিদ্যুৎকর্মী মৃনাল বর্মনের (৩২)। ট্রান্সফর্মারে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে। মৃনাল, শীতলকুচি বিদ্যুৎ দপ্তরের এক ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন এবং তার পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে।স্থানীয়রা ট্রান্সফর্মারে তার নিথর দেহ ঝুলতে দেখে বিদ্যুৎ দপ্তর ও পুলিশে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ নামানো হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রামবাসীদের অভিযোগ, ট্রান্সফর্মারটি দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ ছিল। তিন ফেজের একটি ফেজে বিদ্যুৎ বন্ধ না হওয়ার সমস্যা বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মিঞা বলেন, “অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ হয়নি। এর মাশুল দিল মৃনাল।” কুতুব মিঞা যোগ করেন, “সময়মতো মেরামত হলে এই মৃত্যু এড়ানো যেত।”
