বিধানসভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা, উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা

বিধানসভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা, উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিধানসভায় আয়োজিত হল বিশেষ কর্মসূচি। এদিন তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে বিধানসভা চত্বরে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি-র সমস্ত বিধায়ক।

ডঃ মুখোপাধ্যায়ের দেশভক্তি, শিক্ষা, রাজনীতি এবং এক ভারত গঠনের লক্ষ্যে তাঁর অবদানের কথা স্মরণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ডঃ মুখোপাধ্যায় শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ।”

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ডঃ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপি বিধায়করা। তাঁর আদর্শ ও ত্যাগের কথা তুলে ধরেন বিধায়করা। বিজেপি-র পক্ষ থেকে দাবি ওঠে, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ডঃ মুখোপাধ্যায়ের চিন্তাধারাকে তুলে ধরার জন্য আরও উদ্যোগ নেওয়া হোক।

রাজনৈতিক মতভেদ থাকলেও, জাতীয় স্বার্থে তাঁর অবদান নিয়ে কোনও বিতর্ক নেই— এমন মন্তব্য করে তাঁকে সর্বসমক্ষে সম্মান জানানোর দাবি জানান বিজেপি বিধায়করা। শ্রদ্ধাজ্ঞাপন পর্বে বিধানসভা চত্বরে ছিল এক আবেগঘন পরিবেশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top