রাজ্য – ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে জেলাওয়াড়ি বৈঠকের পর এবার ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই বৈঠকে অংশ নেবেন দলের প্রায় ৯ হাজার নেতাকর্মী। বৈঠকে থাকতে বলা হয়েছে দলের সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, পৌরসভার কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত প্রতিনিধিদের।
দলের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে বাঙালি শ্রমিকদের ওপর ভিন রাজ্যে হেনস্তা, বাঙালির জাতিগত গর্বে আঘাত, এবং এসআইআর-এ বিরোধিতার মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মূলত দলীয় কর্মীদের মধ্যে সচেতনতা ছড়াতেই এই আলোচনা।
প্রসঙ্গত, এই বৈঠক মূলত ৮ অগস্টে নির্ধারিত ছিল। কিন্তু সেদিন দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়াজোট, যেখানে অভিষেক উপস্থিত থাকতে পারেন। ফলে বৈঠকের সময় এগিয়ে এনে মঙ্গলবার করা হয়েছে।
এর আগে সোমবার অভিষেক কোচবিহার ও আলিপুরদুয়ারের সংগঠনিক নেতৃত্বদের সঙ্গে জেলাওয়াড়ি বৈঠক করেন। সেখানে এনআরসি ও এসআইআর নিয়ে উদ্বেগ ও দিকনির্দেশের পাশাপাশি, উত্তরবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করার উপরে জোর দেওয়া হয়েছে।
