পুরুলিয়া – বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রণসংকল্প সভার ডাক দিয়ে মানুষকে সরাসরি সঙ্গে যুক্ত করছেন। বুধবার তিনি পুরুলিয়ায় পৌঁছবেন, যেখানে জনসভায় SIR নিয়ে সরব হতে পারেন। SIR কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ৯০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেউ আতঙ্কে প্রাণ হারিয়েছেন, কেউ আত্মহত্যা করেছেন। এছাড়া কেন্দ্রীয় বঞ্চনার বিষয়েও তিনি জনমত সচেতন করতে পারেন।
অভিষেক ইতিমধ্যেই মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার চাপরা, উত্তর ২৪ পরগনার বারাসত এবং দক্ষিণ ২৪ পরগনার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে জনসভা ও রোড শো করেছেন। তিনি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন। বহরমপুর, চাপড়া এবং বারাসতে তার রণসংকল্প সভায় ব্যাপক সমর্থক উপস্থিত হয়েছিলেন। মঙ্গলবার ডায়মন্ড হারবারে তিনি পরিচালিত স্বাস্থ্যপরিষেবার শিবির ‘সেবাশ্রয়-২’ পরিদর্শনও করেছেন।
জানুয়ারি মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রণসংকল্প সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় তাকে বিভিন্নভাবে দেখা গেছে—রাস্তার দু’ধারে ভিড়ের মাঝে গাড়ির মাথায় দাঁড়িয়ে রোড শো করেছেন, সভা মঞ্চে বা জনসমাবেশে কারও অসুস্থতার খবরে সাহায্যের হাত বাড়িয়েছেন। নির্বাচনের আগে তৃণমূলের প্রচার কার্যক্রমকে গতিশীল রাখতে অভিষেকের এই পদক্ষেপে দলীয় শক্তি আরও দৃঢ় হয়েছে।


















