
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ এপ্রিল, বিধান নগরের অধিকাংশ ওয়ার্ডের সাথেই দাঁড়িয়ে রয়েছে ৩৮ নম্বর ওয়ার্ড যেন প্রত্যন্ত একটি গ্রাম। এই ওয়ার্ডে মূলত পিছিয়ে পড়া মানুষ বসবাস করেন, যারা দিন আনে দিন খায়।
আজ তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন দমকল মন্ত্রী তথা বিধান নগর এর বিধায়ক শ্রী সুজিত বোস এমনকি সাথে মাস্ক বিলি করলেন।
মূলত কুলিপারা খাস মহল এলাকার বাসিন্দাদের হাতে এই নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। গাড়ি নিয়ে যাবার সময় গাড়ি থামিয়ে মানুষের সাথে কথা বলেন শ্রী সুজিত বোস। কিছু মানুষ পানীয় জলের সংকটের কথা তাঁকে জানালে তিনি তৎক্ষণাৎ বিধান নগর পৌরনিগমের কমিশনার এবং জল বিভাগের আধিকারিকদের পুরো বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।



















