পদত্যাগ করলেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক । বিজেপির পর এবার ভাঙ্গন লাগলো কংগ্রেসে। কংগ্রেস কমিটির (এআইসিসি) সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক। মনে করা হচ্ছে, মইনুল হকের তৃণমূল কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে মইনুল হক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন।
সুত্রের খবর, মুর্শিদাবাদের জঙ্গিপুর এমডিআই ময়দানে অভিষেক ব্যানার্জির হাত ধরে মইনুল হক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন জেলা পরিষদের সদস্য সীমা চৌধুরী। বিধানসভা ভোটের আগে সীমা চৌধুরী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত, পরপর পাঁচবার জেতার পর একুশের বিধানসভা নির্বাচনে মইনুল হক তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলামের কাছে পরাজিত হন। তৃণমূলে যোগদান করার বিষয়টি মনস্থ করার পরই মঙ্গলবার এআইসিসি-র সমস্ত পদ এবং কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করেন মইনুল হক। ২০১৩ থেকে মইনুল হক এআইসিসি-র সেক্রেটারি পদ সামলেছেন। এর পাশাপাশি প্রায় সাড়ে চার বছর তিনি কংগ্রেসের তরফ থেকে জম্মু-কাশ্মীরের পর্যবেক্ষক পদে ছিলেন। গত প্রায় দু’বছর আগে তাঁকে ঝাড়খণ্ডের পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে।
আর ও পড়ুন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য তৈরি আমরা, বললেন সুকান্ত
যদিও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করার বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনও কিছু বলতে রাজি নন মইনুল হক। মঙ্গলবার তিনি জানান, ‘আমি আজ কংগ্রেসের সমস্ত সদস্য পদ ছেড়ে দিয়েছি। আগামী দিন কি করতে চলেছি তা সকলেই দেখতে পাবে।
সূত্রের খবর, ইতিমধ্যেই আইপ্যাক টিম এবং অভিষেক ব্যানার্জির অফিসের তরফ থেকে মইনুল হককে তৃণমূল কংগ্রেসে নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাই ২৩ তারিখ মইনুল হকের তৃণমূল কংগ্রেসে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা।
তবে রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, মইনুল হকের সঙ্গে ২৩ তারিখে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন ফরাক্কার বেশিরভাগ কংগ্রেস কর্মী। এর ফলে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় ফরাক্কার ব্লকে কংগ্রেসের সংগঠন পুরোপুরি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।