বিধায়কের উদ্যোগে উন্নয়ন শুরু ডালখোলায় । বিধায়কের উদ্যোগে উন্নয়ন শুরু ডালখোলায়। শনিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল। এক সাক্ষাৎকারে গৌতম বাবু বলেন, পূর্বতন পৌর বোর্ড এর চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা সেভাবে এই প্রকল্পগুলিকে রুপায়ন করতে পারেননি। যেমন জেলা পরিষদের একটি ডাক বাংলো লিজ নিয়েছিল পৌরসভা, যার ৬২ লক্ষ টাকা এখনো বাকি রয়েছে। সেখানে নতুন প্রজেক্ট ধরতে অসুবিধা হচ্ছে।
শ্মশান কন্সট্রাকশন এর জন্য টেন্ডার হয়ে গিয়েছিল কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়নি। জলের প্রকল্প চালু করা যায়নি। বর্তমানে যোগ্য পৌরপতি ও যোগ্য পৌর বোর্ড আমরা পেয়েছি। তাই নতুনভাবে সব কাজ শুরু করতে পারা যাচ্ছে। বর্তমান পুরো বোর্ডের পৌরপতি স্বদেশ সরকার বলেন মোট ১১ টি প্রকল্পের শিলান্যাস হয়েছে যার মধ্যে ছয়টির টেন্ডার হয়ে গিয়েছে।
এর মধ্যে রয়েছে এলইডি লাইট এক কোটি ২০ লক্ষ টাকার।তিনটি হেলথ সেন্টার এক কোটি পাঁচ লক্ষ টাকার কমিউনিটি টয়লেট কুড়িটি এক কোটি ৪৬ লক্ষ টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর জন্য ৩৩ লক্ষ টাকা। তিনি আরো বলেন ডালখোলা শহর অত্যন্ত ঘিনজি, অগোছালো শহর। এই অবিন্যস্ত শহরকে এবার গুছিয়ে তোলার কাজ করবেন তিনি।।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
উল্লেখ্য, শনিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল। এক সাক্ষাৎকারে গৌতম বাবু বলেন, পূর্বতন পৌর বোর্ড এর চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা সেভাবে এই প্রকল্পগুলিকে রুপায়ন করতে পারেননি। যেমন জেলা পরিষদের একটি ডাক বাংলো লিজ নিয়েছিল পৌরসভা, যার ৬২ লক্ষ টাকা এখনো বাকি রয়েছে। সেখানে নতুন প্রজেক্ট ধরতে অসুবিধা হচ্ছে। শ্মশান কন্সট্রাকশন এর জন্য টেন্ডার হয়ে গিয়েছিল কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়নি।
জলের প্রকল্প চালু করা যায়নি। বর্তমানে যোগ্য পৌরপতি ও যোগ্য পৌর বোর্ড আমরা পেয়েছি। তাই নতুনভাবে সব কাজ শুরু করতে পারা যাচ্ছে। বর্তমান পুরো বোর্ডের পৌরপতি স্বদেশ সরকার বলেন মোট ১১ টি প্রকল্পের শিলান্যাস হয়েছে যার মধ্যে ছয়টির টেন্ডার হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে এলইডি লাইট এক কোটি ২০ লক্ষ টাকার।তিনটি হেলথ সেন্টার এক কোটি পাঁচ লক্ষ টাকার কমিউনিটি টয়লেট কুড়িটি এক কোটি ৪৬ লক্ষ টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর জন্য ৩৩ লক্ষ টাকা।