নিজস্ব প্রতিবেদন কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অক্সিজেন ও বেডের খোঁজে হয়রান সাধারণ মানুষ। চিন্তায় দিন কাটাচ্ছেন সকলেই। একইসঙ্গে পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এবার মানুষের পাশে থাকার অঙ্গীকার নিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর।
করোনা আক্রান্তদের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করে লাঞ্চ ও ডিনার হোম ডেলিভারি করা হচ্ছে।বুধবার থেকে এই সার্ভিস চালু করলেন অনীক। প্রথমে দক্ষিণ কলকাতা দিয়েই চালু হল এই প্রক্রিয়া। গড়িয়া থেকে পার্কসার্কাস ,টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। দুপুর ও রাতের খাবার তৈরি করছে ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাব।