বিনা অনুমতিতে পর্যটকরা জঙ্গলে প্রবেশ করলে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বন দফতর। হাতির হানায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে অরণ্য শহরে ঝাড়গ্রামে। তাই এবার নড়েচড়ে বসলো প্রশাসন। জঙ্গলে থাকা হাতির দল থেকে বিপদ এড়াতে, তাই বিনা অনুমতিতে পর্যটকরা জঙ্গলে প্রবেশ করলে আইনি পদক্ষেপ করবে বন দফতর, এমনই ঘোষনা বনদপ্তরের। ঝাড়গ্রামের সমস্ত হোটেল ও হোম স্টে চত্বরে এমনই সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই টাঙানোর কাজ শুরু করে দিয়েছে।
সেই সঙ্গে বন দফতরের তরফে নির্দেশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পর্যটকরা যাতে বিনা অনুমতিতে জঙ্গলে যাতে না যেতে পারেন সে ব্যাপারে সংশ্লিষ্ট হোম স্টে, হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। পর্যটন সংস্থা, হোম স্টে, হোটেল ও রিসর্ট মিলিয়ে ৪৫টির কর্তৃপক্ষকে লিখিত নির্দেশিকায় ডিএফও জানিয়েছেন। পুজোর মরসুমে এবং শীতে উল্লেখযোগ্য, ভালো সংখ্যায় পর্যটকরা ঝাড়গ্রামে আসছেন।
আরও পড়ুন – পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক আত্মহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে, অভিযোগ বিজেপি নেতা অমিত মালব্যের
ঝাড়গ্রাম বন বিভাগের বিভিন্ন জঙ্গলে হাতির একাধিক দল নিয়মিত ভাবে ঘোরাফেরা করছে। ফলে পর্যটকরা কোনও ভাবেই যাতে জঙ্গলে না যান সে ব্যাপারে হোম স্টে, হোটেল কর্তৃপক্ষের তরফে পর্যটকদের আগাম সতর্ক করতে হবে। পর্যটকরা বিনা অনুমতিতে জঙ্গলে ঢুকলে তাঁদের পাশাপাশি, পর্যটন সংস্থা, হোম স্টে, হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে।
হাতি দেখানোর প্রলোভন দেখিয়ে পর্যটকদের আকর্ষণ করা যাবে না বলেও জানিয়েছে বন দফতর। ডিএফও বলেন, ‘পর্যটন সংস্থা, হোম স্টে, রিসর্ট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের লিখিত নির্দেশিকা পাঠানো হয়েছে’। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মধুসুদন কর্মকার বলেন, ‘নির্দেশিকা পেয়েছি। সংগঠনে আলোচনা করে বিষয়টি কার্যকর করা হবে’।