নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৪ নভেম্বর, বিনা বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন বন্ধ এই দাবি নিয়ে বিক্ষোভে উত্তাল রায়দিঘি কলেজ। জানা গিয়েছে, যে আজ সকাল ৯ টা নাগাদ রায়দিঘি কলেজের বেশ কিছু ছাত্র সংগঠন একত্রিত হয়ে কলেজের গেটে বিক্ষোভ দেখাতে থাকে। তারপরে রায়দিঘি কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা সেখানে উপস্থিত হলে, তাদেরকে সেখানে আটকে দেয়া হয় বলে জানা যাচ্ছে।
যে কলেজের তিনটি ছাত্র সংগঠন এসএফআই টিএমসিপি এবং এবিভিপি তিনজনে একত্রিত হয়ে ছাত্র ঐক্য নামে একটি নতুন সংগঠন করে এদিন আন্দোলন করছিল। এই আন্দোলনের ফলে সকাল থেকেই অবরুদ্ধ রায়দিঘি কলেজ। ছাত্রদের দাবি, বিনা নোটিশে পরীক্ষা স্থগিত করে দিয়েছে প্রিন্সিপাল এবং তাদের আরও অভিযোগ, কলেজের মধ্যে পানীয় জলের অভা্ব, অশিক্ষক কর্মচারী নিয়োগ, বিজ্ঞপ্তি তাকদীরে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রিন্সিপালের বিরুদ্ধে। ছাত্র আন্দোলন থেকে সেই সমস্ত দুর্নীতির নিরসনের জন্য দাবি জানায় ছাত্র সংগঠন। তবে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানান, রায়দিঘি কলেজের যে সমস্ত দুর্নীতির অভিযোগ ছাত্রছাত্রীরা তুলছে সে ব্যাপার তিনি কিছুই জানেন না। তবে পরীক্ষা সংক্রান্ত যে দাবিদার তুলছে সেই দাবি তিনি নিরসন করতে পারবেন না কারণ এটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পরীক্ষার তারিখ নির্ণয় করা হয়েছে।