নিজস্ব সংবাদদাতা ১৩ই মে ২০২১ বীরভূম :- করোনা ভাইরাসের প্রকোপে মানুষের জীবন রক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বার বার মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। কিন্তু সরকারের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিনা মাস্কে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, ভারতবর্ষের কয়েকটা রাজ্যে লক ডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখন আংশিক লক ডাউন চলছে। তাই বৃহস্পতিবার দুবরাজপুর থানার এ.এস.আই সিতেশ সরকারের কর্তৃত্বে মাস্ক অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুবরাজপুর থানার ঢিল ছোঁড়া দূরত্বে বিনা মাস্কে পুলিসের সামনে মোটর সাইকেলে দিব্বি ঘুরে বেড়াচ্ছে কয়েকজন।এদের মধ্যে একজনকে শাস্তি হিসাবে কান ধরে উঠবস করানো হয়। পাশাপাশি বিনা মাস্কে ঘোরা কয়েকজনকে আটক করা হয়।