দেশ – বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে এসেছে ফোকাস বিজনেস সলিউশন লিমিটেড। গত শুক্রবার কোম্পানিটি জানিয়েছে যে তারা আবারও বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে। এবার যোগ্য বিনিয়োগকারীদের ২৯:৫০ অনুপাতে বোনাস শেয়ার দেওয়া হবে, অর্থাৎ ৫০টি শেয়ারের বিপরীতে ২৯টি অতিরিক্ত শেয়ার বিতরণ করা হবে। বিএসই ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, এই শেয়ারগুলির অভিহিত মূল্য ১০ টাকা। যদিও এখনো কোম্পানির পক্ষ থেকে রেকর্ড ডেট নির্ধারিত হয়নি, তবে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই মাসের মধ্যেই বোনাস ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
এই ঘোষণার প্রভাব ইতিমধ্যেই বাজারে পরিলক্ষিত হয়েছে। শুক্রবার কোম্পানির শেয়ার মূল্য ৩ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১৩৫ টাকা, যা কোম্পানির নতুন ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য। উল্লেখযোগ্যভাবে, এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছিল ৫৯.৫৭ টাকা। কোম্পানির বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে ৬২.২০ কোটি টাকায়, যা প্রতিষ্ঠানটির বৃদ্ধিশীল পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
গত এক বছরে ফোকাস বিজনেস সলিউশন লিমিটেড শেয়ার বাজারে চমকপ্রদ রিটার্ন দিয়েছে। মাত্র তিন মাসেই স্টকটি ৬৬ শতাংশ রিটার্ন দিয়েছে এবং এক বছরের মধ্যে এই রিটার্ন বেড়ে হয়েছে ১০৪ শতাংশ। যেখানে সেনসেক্স মাত্র ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে এই কোম্পানির পারফরম্যান্স অনেক এগিয়ে। বিগত তিন বছরে স্টকটির মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৫০ শতাংশ। এর পাশাপাশি, ২০২৩ সালেও কোম্পানিটি বোনাস শেয়ার দিয়েছিল—তখন ৫টি শেয়ারে ৪টি শেয়ার বোনাস হিসেবে দেওয়া হয়। সংস্থাটি দু’বার ডিভিডেন্ডও প্রদান করেছে—২০২২ সালে ৩৮ পয়সা এবং ২০২৪ সালে ১০ পয়সা হারে।
