নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৬ ফেব্রুয়ারি, প্রায় শতাধিক বছর পুরনো বাড়ি, ভগ্নদশায় বাড়িটির বেহাল অবস্থা। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বৃহত্তর দুর্ঘটনা। পুরোপুরি কাকদ্বীপ ব্লক এর প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের কাকদ্বীপ পূর্ব বাজারের উপরেই এই বাড়িটি অবস্থিত। বাড়ির আশেপাশে রয়েছে কয়েকটি বসবাসযোগ্য বাড়ি এবং বৃহৎ মার্কেট।। এই মার্কেট দিয়ে প্রতি মুহূর্তে কয়েক হাজার মানুষের আসা-যাওয়া চলছে। এবং এখানে একটি বৃহৎ মার্কেট থাকার ফলে সর্বদা হাজার হাজার মানুষ কেনাকাটা করতে এখানে আসে।
বাড়িটির বেহাল অবস্থা এমনই যে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। চারিদিক থেকে শুধু সিমেন্টের চাই খুলে পড়ছে রড গুলো পুরো কঙ্কালসার। আগেও একটি নোটিশ জারি করে প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত সতর্কীকরণ ঝুলিয়ে দেয় বাড়িটির দেয়ালে, এর সঙ্গে কাকদ্বীপ প্রশাসন তৎপর হয় বাড়িটির মালিক কে বাড়িটি খালি করার কথা ও প্রশাসনের তরফ থেকে জানানো হয়। তা সত্ত্বেও প্রশাসনের কড়া নির্দেশ অমান্য করে রমরমিয়ে চলছে বাড়িটিতে বসবাস। সূত্রের মারফত জানা যায় বাড়িটির দ্বিতলে কয়েকটি ভাড়াটিয়া পরিবার রয়েছে। কাকদ্বীপ মহকুমা শাসক এরই মধ্যে কয়েকদিন আগেও নিজে উপস্থিত থেকে বাড়ির মালিককে নির্দেশ দিয়েছে যে বাড়িটি অতিশীঘ্রই খালি করে সংস্কারের ব্যবস্থা করতে। অনুরূপভাবে বাড়িটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়লে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখন দেখার এই বাড়িটির মালিক কত তাড়াতাড়ি বাড়িটিকে খালি করে সংস্কার করে।