বিপন্মুক্ত শ্রেয়স আইয়ার, তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন

বিপন্মুক্ত শ্রেয়স আইয়ার, তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – সম্পূর্ণ সুস্থ না হলেও আপাতত বিপন্মুক্ত ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। সোমবার সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, তবে রাতে অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এখনও তিনি হাসপাতালেই রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ঠিক কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা এখনও জানা যায়নি। তবে মুম্বইয়ের এই ক্রিকেটারকে নিয়ে ক্রিকেটমহলের উদ্বেগ অনেকটাই কমেছে।

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়স আইয়ার। দ্রুত তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, হাড় ভাঙেনি, তবে চোটের জায়গাটি বেশ গুরুতর। চিকিৎসকদের পরামর্শে তাঁকে কিছুদিন সিডনিতেই বিশ্রামে থাকতে বলা হয়। কিন্তু সোমবার সকালে হঠাৎই অবস্থার অবনতি ঘটে—চোটের জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেটমহলে শুরু হয় প্রবল দুশ্চিন্তা। তবে রাতের দিকের আপডেটে জানানো হয়, শ্রেয়সের রক্তক্ষরণ সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। ফলে তাঁকে আইসিইউ থেকে বের করে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ভারতীয় দলের চিকিৎসক সিডনিতে তাঁর সঙ্গেই রয়েছেন এবং নিয়মিত অবস্থার খোঁজ নিচ্ছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, “শ্রেয়সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁর রিকভারি ভালো হচ্ছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শ্রেয়সকে সর্বদা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

জানা গিয়েছে, শ্রেয়সের পরিবারের কয়েকজন সদস্য ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁরা দ্রুত সিডনিতে পৌঁছে প্রিয়জনের পাশে থাকবেন বলে জানা গেছে। আপাতত ক্রিকেটপ্রেমীদের আশা, খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন শ্রেয়স আইয়ার।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top