অমরনাথ বেড়াতে গিয়ে বিপাকে বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরো আটজন

অমরনাথ বেড়াতে গিয়ে বিপাকে বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরো আটজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমরনাথ বেড়াতে গিয়ে বিপাকে বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরো আটজন। বালি এবং অন্যান্য জায়গার মোট নজন মহিলা পুরুষ মিলিয়ে গত ৬ তারিখে জম্মু তাওয়াই এক্সপ্রেসের চাপে। ৮ তারিখে পৌঁছায় জম্মু। ১১ তারিখে তাদের যাওয়ার কথা ছিল অমরনাথ। ইতিমধ্যে ঘটে দুর্ঘটনা।। তারপর থেকেই তাদের সমস্ত পরিকল্পনা উলটপালট হয়ে যায়। যাওয়ার পথে পুলোয়ামা তে তারা আটকে পড়ে। চতুর্দিক থেকে আসা নানা রকম খবরে আতঙ্কিত হয়ে পড়ে শ্রাবন্তী এবং তার সঙ্গীরা ।

 

খাওয়ার অভাব যাতায়াতে অসুবিধা, সবমিলিয়ে অসহায় আতঙ্কিত শ্রাবন্তী নিরুপায় হয়ে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিরাপদে বাড়ি ফেরার আবেদন জানায়। তার বাড়িতে এসে দেখা যায় ষাটোর্ধ মা, নানা রোগে জর্জরিত বাবা উৎকণ্ঠিত উদ্বেগে প্রায় ভেঙে পড়েছেন। একমাত্র মেয়ে কবে ফিরবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন । মুখ্যমন্ত্রীর কাছে মায়ের কাতর আবেদন যে কোন মূল্যে সুস্থভাবে মেয়েকে বাড়ি পৌঁছে দেবার ।

আরও পড়ুন – খুশির ঈদ উৎসবে মেতে উঠলো ময়নাগুড়ি

উল্লেখ্য, অমরনাথ বেড়াতে গিয়ে বিপাকে বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরো আটজন। বালি এবং অন্যান্য জায়গার মোট নজন মহিলা পুরুষ মিলিয়ে গত ৬ তারিখে জম্মু তাওয়াই এক্সপ্রেসের চাপে। ৮ তারিখে পৌঁছায় জম্মু। ১১ তারিখে তাদের যাওয়ার কথা ছিল অমরনাথ। ইতিমধ্যে ঘটে দুর্ঘটনা।। তারপর থেকেই তাদের সমস্ত পরিকল্পনা উলটপালট হয়ে যায়। যাওয়ার পথে পুলোয়ামা তে তারা আটকে পড়ে। চতুর্দিক থেকে আসা নানা রকম খবরে আতঙ্কিত হয়ে পড়ে শ্রাবন্তী এবং তার সঙ্গীরা ।

 

খাওয়ার অভাব যাতায়াতে অসুবিধা, সবমিলিয়ে অসহায় আতঙ্কিত শ্রাবন্তী নিরুপায় হয়ে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিরাপদে বাড়ি ফেরার আবেদন জানায়। তার বাড়িতে এসে দেখা যায় ষাটোর্ধ মা, নানা রোগে জর্জরিত বাবা উৎকণ্ঠিত উদ্বেগে প্রায় ভেঙে পড়েছেন। একমাত্র মেয়ে কবে ফিরবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন । মুখ্যমন্ত্রীর কাছে মায়ের কাতর আবেদন যে কোন মূল্যে সুস্থভাবে মেয়েকে বাড়ি পৌঁছে দেবার ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top