আসানসোলে তৃণমূলের বিপুল জয়ের রহস্য কি?জানাল তৃণমূল

আসানসোলে তৃণমূলের বিপুল জয়ের রহস্য কি?জানাল তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আসানসোলে তৃণমূলের বিপুল জয়ের রহস্য কি?জানাল তৃণমূল. সম্প্রতি আসানসোল লোকসভায় বিপুল ব্যবধানে তৃণমূল প্রার্থী শত্রুঘন সিনহার জয় লাভ করেছেন।আর এরপরই প্রশ্ন উঠছে রহস্য কি! প্রসঙ্গত,এই কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভার দায়িত্বে থাকা বীরভূমের তৃণমূল নেতারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন , “বিজেপিকে মানুষ আর পছন্দ করছে না। ” এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল এইবার প্রার্থী করেছিল মহাতারকা শত্রুঘন সিনহাকে।তার বিপরীতে ছিলেন বিজেপির আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল।

 

উল্লেখ্য যে,প্রথমবারের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা কেন্দ্র জয় লাভ করেছে। । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৬০ হাজারের বেশি এবং ২০১৯ লোকসভা নির্বাচনে প্রায় ২ লক্ষ ভোটের কাছাকাছি জয়লাভ করেছিল এই কেন্দ্রে । কিন্তু এবার এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ৫ টি কেন্দ্রে তৃণমূল এবং ২ টি কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে। এছাড়া,এবার সেই বিধানসভা ভোটের ফলাফলে জয়ের ধারা যেন লোকসভা ভোটে বজায় থাকে তার জন্য তৃণমূলের কাছে অন্যতম ভরসা ছিল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

আর ও পড়ুন    তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা

সূত্রের খবরে জানা গিয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল , মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , নানুর বিধায়ক বিধান চন্দ্র মাঝি , লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ , সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী , নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রতাপ সিং , হাসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায় , ময়ূরেশ্বর কেন্দ্রের বিধায়ক অভিজিৎ রায় এই সমস্ত শীর্ষ স্থানীয় নেতৃত্ব বিধানসভা ভিত্তিক সাংগঠনিক কাজকর্ম ও বিভিন্ন জনসভায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সুস্থ থাকাকালীন দলীয় প্রার্থী শত্রুঘন সিনহার হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।সাংগঠিক বিচারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে বীরভূম রীতিমতো শক্তিশালী শাসক দলের কাছে । আর সেটা সম্ভব হয়েছে অনুব্রত মণ্ডলের দক্ষতার জন্য।কারণ ওই দক্ষতার জেরেই তিনি জেলাকে পরিচালনা করেন।

 

অন্যদিকে,লাভপুর বিধান সভার বিধায়ক তথা মেন্টর অভিজিৎ সিংহ বলেন , “নির্বাচনের দিন ঘোষণা হতেই আমরা পৌঁছেছিলাম আসানসোল । সেখানে থেকে আমাদের প্রার্থীর হয়ে প্রচার ও অন্যান্য দলীয় কাজকর্ম শুরু করেছিলাম আমরা । তবে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল সুস্থ থাকাকালীন তিনিও অনেক সভায় যোগ দেন । ভোটের পর মানুষের দেওয়া ভোটে জয়ী হয় আমরা । তবে এই জয়ের পর বিজেপিকে ঠিক পছন্দ করছেনা সাধারণ মানুষ । ”    আর আসানসোল উপনির্বাচনে অভূতপূর্ব জয়ের অন্য রহস্যটি হল রাস্তায় নেমে মানুষের সঙ্গে মিশে আলোচনা করেই তারা প্রচার করার পদ্ধতি।এ কথা জানিয়েছেন খোদ তৃণমূল নেতারাই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top