বিপুল পরিমাণ কচ্ছপ সহ গ্রেফতার দুই পাচারকারি

বিপুল পরিমাণ কচ্ছপ সহ গ্রেফতার দুই পাচারকারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারাসাত, ৬ই জুন :বিপুল পরিমাণ কচ্ছপ সহ গ্রেফতার দুই পাচার কারি।গ্রেফতার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দফতরের বারাসাত ডিভিশনের অফিসাররা।
সূত্রের খবর এই দুই তদন্ত কারি সংস্থার কাছে খবর ছিল যে আজ সকালে একটি টাটা সুমো করে ওড়িশা থেকে বিপুল পরিমাণ কচ্ছপ আসছে ।এবং এটা বারাসাত এর সুভাষ পল্লীর গৌর প্রামানিক এর বাড়িতে আনলোড হবে।সেই মতো তারা ভোর থেকে রাস্তায় দাঁড়িয়ে ছিল ।কিন্তু বেশ কিছুক্ষণ সময় কেটে গেলে গাড়ি না আসলে সন্দেহ হয়।এর পর খোঁজ খবর নিয়ে জানতে পারে গৌর এর বাড়িতে গাড়ি ঢুকে গেছে।তখনই তারা গৌর এর বাড়িতে রেড করে ।তার আগেই বেশিরভাগ কচ্ছপ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে।সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৬৭ টি কচ্ছপ উদ্ধার হয় ।আর গৌর প্রামানিক ও সঞ্জয় নামে এই দুজনকে গ্রেফতার করা হয়।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top