বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি

বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উওর 24 পরগণা – বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি। বড়সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে ৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করলো পুলিশ। সঙ্গে গ্রেফতার এক জাল নোটের কারবারি। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় এক প্রেস কনফারেন্স এর মাধ্যমে বলেন, ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৪ লক্ষ টাকার চাল ভারতীয় নোট। আমরা গোপন সূত্রে খবর পেয়ে খোলাপোতা এলাকায় একটি হানা দিয়ে এই জাল নোট কারবারিকে হাতে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া নোটের মধ্যে ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। প্রায় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি চিন্তাইয়ের একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলো সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকা রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোট কারবারি। ধৃতের সঙ্গে বাংলাদেশের কোন রোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ তাকে পুলিশের মহাকুম আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন চাওয়া হয়েছে।
২০০০ টাকার জাল নোট ১৫৬৭
৫০০ টাকার জাল নোট ৩২৭
২০০ টাকার জাল নোট ২৯৪
বাদুড়িয়ার এইচডিপিও রাহুল মিশ্র পুলিশ আধিকারিক মলয় মন্ডল সহ- প্রশাসনিক কর্তারে জানান ইতিমধ্যে এই জাল নোটের উৎস কোথায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছি। এর পিছনে আরো বড় মাথা আছে কিনা আমরা খতিয়ে দেখছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top