দলের আক্রান্ত ছাত্র-যুবদের পাশে দাঁড়াতে আজই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও অভিষেকের ত্রিপুরা সফরে উত্তেজনা ছড়ায়। অভিষেকের গাড়িতে লাঠি দিয়ে হামলা চালানর অভিযোগ উঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আবারও একই ছবি ধরা পড়লো, তবে এবারে আক্রান্ত হয়েছেন তৃণমূলের ছাত্র-যুবরা।
এই ঘটনার তীব্র নিন্দা করে শনিবার রাতে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টুইটে কার্যত বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হুমকি দিতে দেখা যায় অভিষেককে। টুইটে তিনি জানান, তৃণমূল কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত গুণ্ডারা। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন বলে জানিয়ে দেন অভিষেক। ‘বিপ্লব দেব পারলে আমাকে আটকান’ –ঠিক এই ভাষায় কড়া হুঁশিয়ারি দেন অভিষেক।
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসর তরফ থেকে জানানো হয়, আজ বিকেল ৪ টে নাগাত আগরতলায় হোটেল ‘পোলো টাওয়ার্সে’ বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত ২০২৩-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুটি সাজাচ্ছে তৃণমূল শিবির। এরই মাঝে ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হওয়া হামলার ঘটনা, রাজনীতিতে নতুন মোড় এনে দিলো বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।