বিপ্লবী বাঘা যতীনের ১৪৩ তম জন্ম দিবস পালন। মালদহে পালিত হল শহীদ বিপ্লবী বাঘা যতীনের ১৪৩ তম জন্মদিন পালন।মালদা মনীষী স্মরণ কমিটির উদ্যোগে বুধবার শুভঙ্কর শিশু উদ্যানে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। তাঁর সম্পর্কে বক্তব্য রাখেন মনীষী স্মরণ কমিটির সভাপতি গৌতম দাস। এ প্রসঙ্গে বাঘা যতীনের ব্রিটিশবিরোধী অসামান্য সংগ্রামের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, চরিত্র গঠনে মনীষীদের জীবনী পাঠের গুরুত্ব অপরিসীম , তাই সারা বছর ধরে নানা মনীষীর জীবনী নিয়ে তারা এ রকম অনুষ্ঠান করে থাকেন। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আদর্শ মিশ্র। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নিরঞ্জন বর্মন,গৌতম সরকার ও অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে গান গেয়ে শোনায় দেবাঞ্জন বর্মন ও আবৃত্তি পরিবেশন করে দীপশিখা সিংহ।
উল্লেখ্য, বিপ্লবী বাঘা যতীনের ১৪৩ তম জন্ম দিবস পালন। মালদহে পালিত হল শহীদ বিপ্লবী বাঘা যতীনের ১৪৩ তম জন্মদিন পালন।মালদা মনীষী স্মরণ কমিটির উদ্যোগে বুধবার শুভঙ্কর শিশু উদ্যানে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন – ‘মা’ ক্যান্টিনে পাঁচ টাকায় মাংস ভাত।
তাঁর সম্পর্কে বক্তব্য রাখেন মনীষী স্মরণ কমিটির সভাপতি গৌতম দাস। এ প্রসঙ্গে বাঘা যতীনের ব্রিটিশবিরোধী অসামান্য সংগ্রামের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, চরিত্র গঠনে মনীষীদের জীবনী পাঠের গুরুত্ব অপরিসীম , তাই সারা বছর ধরে নানা মনীষীর জীবনী নিয়ে তারা এ রকম অনুষ্ঠান করে থাকেন। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আদর্শ মিশ্র। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নিরঞ্জন বর্মন,গৌতম সরকার ও অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে গান গেয়ে শোনায় দেবাঞ্জন বর্মন ও আবৃত্তি পরিবেশন করে দীপশিখা সিংহ।