বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে প্রকাশ্যে খুন প্রাক্তণ স্বামীর

বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে প্রকাশ্যে খুন প্রাক্তণ স্বামীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে প্রকাশ্যে খুন প্রাক্তণ স্বামীর। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লক এলাকায়। মৃতের নাম সাহারাম বর্মন। কাঠ মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। সদলবলে বাইক বাহিনী নিয়ে প্রাক্তণ স্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে মহিলার স্বামীকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত হেনে খুন করা হয় বলেই অভিযোগ। দিবা আলোয় ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়া ব্লকের সীমান্ত গ্রাম রাঙ্গাপানি নির্মলজোত এলাকা।

 

জানা গিয়েছে শনিবার ওই এলাকার বাসিন্দা সাহারাম বর্মনের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তার স্ত্রীর প্রাক্তণ স্বামী পলাশ রায়। জানা গিয়েছে সাহারামের স্ত্রীর তিন বছর আগে মৃত্যু হয়। এদিকে সাংসারিক অশান্তি জেরে প্ৰথম পক্ষের স্বামী পলাশের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে স্ত্রী ভারতী বর্মনের। এরপরই আইনত ছাড়াছাড়ির পর পুনরায় সাহারামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী দেবী। তার প্রথম পক্ষের দুই সন্তান প্রাক্তণ স্বামীর বাড়িতেই থাকে। দ্বিতীয় পক্ষে আরও দুই সন্তান রয়েছে। তবে ভারতী দেবীর প্রথম পক্ষের ১৪বছরের নাবালিকা বড় মেয়ের জোড়পূর্বক বিয়ে ঠিক করে তার প্রাক্তণ স্বামী ও তার পরিবার। বেআইনি এই বিয়ের হাত থেকে বাঁচতে নাবালিকা বাড়ি ছেড়ে নির্মল জোতের তার মায়ের কাছে আশ্রয় নেয়।

 

এদিন সকালে সাইকেল নিয়ে তার পূর্বের স্বামী পলাশ রায় প্রাক্তণ স্ত্রী ভারতী দেবীর বাড়িতে ঢুকে হামলা চালায়। কাঠমিলের প্রচুর চেরাইয়ের কাঠ মজুদ ছিল তাদের বাড়িতে। সেখান থেকেই বাটাম তুলে ভারতী দেবীর বর্তমান স্বামীর মাথায় জোড় আঘাত করে পূর্বের স্বামী পলাশ। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মহিলার বর্তমান স্বামী সাহারাম। ঘটনার পরই ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত পলাশ রায়। বাবার হাতে ভয়ঙ্কর এই খুনের প্রত্যক্ষদর্শী ১৪বছর বয়সী নাবালিকা। তার আর্তচিৎকারেই ছুটে আসে তার মা ও স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসীদেওয়া থানার পুলিশ।

আর ও পড়ুন     বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ডিএসপি গ্রামীন অচিন্ত্য গুপ্ত বলেন মূল অভিযুক্ত পলাশ রায় কে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নাবালিকার বয়ান অনুযায়ী মৃতের স্ত্রীর ভারতি দেবির দাবি তার বড় মেয়ে পুরো ঘটনাটি দেখেছে। অভিযুক্ত তার পূর্বের স্বামী পলাশ রায় সাইকেল নিয়ে বাড়ির ভেতর একা প্রবেশ করলেও তার সঙ্গে দুটি বাইকে মোট ছয় জন এসেছিল। তারা গোটা ঘটনাকে মদত দিয়েছে।

 

জোর করে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া হচ্ছিল। বিয়েতে অমত জানিয়ে আতঙ্কে মায়ের কাছে তাদের বাড়িতে আশ্রয় নেয় নাবালিকা। সে আক্রোশেই তার স্বামী সাহারামকে নৃশংসভাবে খুন করেছে তার পূর্বের স্বামী। স্থানীয় বাসুদেব সিনহা বলেন বাড়ির সামনে রক্ত ভেসে যেতে দেখে ছুটে আসি। তবে এসে জানতে পারি মৃত্যু হয়েছে। মহিলার প্রথম স্বামী খুন করেছে। তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল বলেই জানা গিয়েছে। এদিকে মৃতের পরিবারের তরফ থেকে এই বিষয়ের সঙ্গে স্ত্রী ভারতীর জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে ডিএসপি গ্রামীন অচিন্ত্য গুপ্ত বলেন মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাইক নিয়ে অন্যান্য দুষ্কৃতীদের মদত দেওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top